সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, মোকাররম মামুন, এসএম মনির হোসেন, কামরুজ্জামান মিলন, মশিউর রহমান, আকতার হাবিব, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, মঈন আল হোসাইন, সালাউদ্দিন, কামালউদ্দিন ভূইয়া, কামরুল ইসলাম পাপ্পু, লতিফুর রহমান দীপু, শাহিন সাকি, আব্দুল মোতালেব প্রধান, আরাফাত হোসেন সিফাত, খায়রুল আলম হিরু, তৌরভ হোসেন।
সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে।
উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

































