নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ৬ মে ২০২২

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু

ফতুল্লায় মাছ ধরতে গিয়ে রাস্তায় পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মো. শাহিন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহিন শরিয়তপুর জেলার জাজিরা থানার গজাইনপুরের আব্দুল বারেকের পুত্র ও ফতুল্লা থানার দেলপাড়া আদর্শ নগরের হাজী ইসমাইল হোসেনের ভাড়াটিয়া।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৫ মে) ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।


নিহতের স্ত্রী রেখা আক্তার জানায়, বুধবার রাত দশটার দিকে রাতের খাবার খেয়ে  ঘুমিয়ে পরে। রাতে  প্রচন্ড তুফান ও বৃস্টি হয়। ফলে একই  রাতে তিনটার দিকে তার স্বামী শাহিন মাছ ধরার জন্য টেটা নিয়ে বাসা থেকে বের হয়। 


পরে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে পরে সে বিদ্যুৎস্পৃস্ট হয়। ভোর সকালের দিকে এক সিএনজি চালক বিষয়টি দেখতে পেয়ে পার্শ্ববর্তী একটি গ্যারেজের লোকজন কে ডেকে এনে কাঠের টুকরো ব্যবহার করে স্বামীকে জড়ানো বিদ্যুৎতের তার সরিয়ে তাকে সংবাদ দেয়। 

 

তিনি ঘটনাস্থলে এসে তার স্বামী কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার স্বামীকে মৃত ঘোষনা করে।


ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, রাস্তায় পরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে শাহিনের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।