নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি)কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মেসার্স নদী ট্রেডিং এন্ড কোং এর স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সারুলিয়া বড়ভাঙ্গা শাখার ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক খোকা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক খোকা এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদের নব-নির্বাচিত সকলে জন্য দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেছেন নাজমুল হক খোকা।
জানা গেছে, গত সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে ১নম্বর সাধারণ ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা) সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সমান সংখ্যক ১৫টি করে ভোট পান।
ফলাফল অমীমাংসিত থাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে লটারীর মাধ্যমে বিষয়টির সুরাহা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই প্রার্থীর উপস্থিতিতে লটারি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হাফিজ।
একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের দিয়ে লটারি উঠানো হয়। লটারিতে মজিবুর রহমানের নাম উঠলে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করেন।


































