নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ১৫ জুন ২০২৪

ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নে সাদা লাল চেক গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া রয়েছে।

শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১০টায় ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোড থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের সামনে থেকে একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানাযাবে। প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: