নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩১, ১০ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- উপজেলার পিরোজপুরের রিয়াজউদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও দামদরদী এলাকার মৃত. সামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া (৪৫)। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি এম. এ বারী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্ব সহ অভিযান চালিয়ে দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই।

আইনানুগ কার্যক্রম শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।