নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ মে ২০২৫

আল্লাহর আইন ও কুরআনের শাসন কায়েমে যুব সমাজের ভূমিকা অপরিসীম : জামাল হোসাইন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৮, ১০ মে ২০২৫

আল্লাহর আইন ও কুরআনের শাসন কায়েমে যুব সমাজের ভূমিকা অপরিসীম : জামাল হোসাইন 

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, বাংলাদেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েমে যুব সমাজের ভূমিকা অপরিসীম।

প্রতিটা পরিবর্তনের যুব সমাজকে ভূমিকা রাখতে হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের ছায়াতলে এসে যুবকরা হযরত ওমর (রা:) মত নেতৃত্ব দিয়ে  সমাজ গঠন করলে বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর ও দক্ষিন দুইটি থানার আদর্শ নগর সাংগঠনিক ওয়ার্ডের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ রসূলবাগ আহসানুল একাডেমী মিলনায়তনে এ যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশে সৎ ও যোগ্য খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবকদের সমন্বয়ে আগামী দিনে আল্লাহর আইনের সৎ লোকের শাসন কায়েমে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন জামায়াতে ইসলামীর উপর অত্যাচার জুলুম-নিপীড়ন যত বেড়েছে বাংলাদেশের মানুষের  হৃদয়ে  জামায়াতে ইসলামী তত গভীরে পৌঁছে গেছে । একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে ভূমিকা রাখতে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাইদুল হক, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, শহিদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।