
এড. আব্দুল বারী ভূইয়াকে আদালত পাড়ায় লাঞ্চিত কারার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ৭নং ওয়ার্ড এলাকায় ফতুল্লা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আদালত পাড়ায় এড. আব্দুল বারী ভূইয়া'কে লাঞ্চিত কারার প্রতিবাদে থানা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লা বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমরা রাজনীতি করতে চাই। সুষ্ঠু রাজনীতি করতে চাই। এটা আমরা কখনো চাই না, রাজনীতি নামে চাঁদাবাজি লুটপাট হোক।
আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করা। তারেক রহমানের কঠোর নির্দেশনা, কোন চাঁদাবাজ সন্ত্রাস দলে ঠাঁই হবে না। কিন্তু দেখা গেল বিএনপির নাম ভাঙিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিভিন্ন সময় চাঁদাবাজি লুটপাট নৈরাজ্যের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই দল তাকে বহিষ্কার করেছে। এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
যেহেতু অ্যাডভোকেট বারী ভূইয়া একজন আইনজীবী তার কাজ কোর্টে সে কোর্টে যাওয়াতে রিয়াদ অনুসারীরা তারপর যে হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাসান মাহমুদ পলাশ, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দল আহবায়ক নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নাসির প্রধান, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, ফরিদ সিকদার, সাবেক ছাত্রনেতা সীমান্ত প্রধান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি এনামুল হক হাওলাদার প্রমুখ।