নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ মে ২০২৫

রূপগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩২, ২৪ মে ২০২৫

রূপগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে ৪২ টি গ্রামের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (২৪ মে) সকালে নগর পাড়া - চানপাড়া সড়কের নগরপাড়া বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী, স্কুলের শিক্ষার্থী সহ হাজারো মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। 

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপি চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করে রাখে। আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।

বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২ গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, আব্দুস সাত্তার, নুর হোসেন, আক্তার হোসেন, সালাউদ্দিন ফালা প্রমুখ।