বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমূখর পরিবেশে এ র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উল্লাসে মেতে উঠে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, যখনই বাংলাদেশ বিপদের মূখে পড়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভুমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রামে যুবদলের অনেক ভুমিকা।
বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পিছনে এই যুবদলের অনেক ভুমিকা রয়েছে। যুবদল রাস্তা-ঘাটে সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। এই সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতৃত্ব দিয়েছিল আজকে যারা এই যুবদলের র্যালি করছে তারা। সুতরাং এই যুবদল আগামী দিনেও বলিষ্ঠ ভুমিকা রাখবে।
আগামী ফেব্রুয়ারী মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ এই যুবদলকে বলিষ্ঠ ভুমিকা রাখতে বলব যেন ধানের শীষ প্রতীক যে প্রার্থীই পায় তাকে বিজয়ী করে আনতে পারে।
মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভুমিকা পালন করেছে। ছাত্র দল যেভাবে দাবানলের মত চলে ঠিক যুবদল দাবানলের মত ভুমিকা রেখেছে। আমাদেরকে আন্দোলন শিখাতে হবে না।
আমরা পুলিশলীগ, আওয়ামীলীগসহ বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। এই অবস্থায় এসে ছোট কিছু দুধের বাচ্চা আর এক মুনাফেকের দল সেটা হচ্ছে জামাত ইসলামটাকে তারা ব্যবহার করছে।
বর্তমানে সেই জামায়াত ইসলামকে বিকৃত ও গনতন্ত্রকে বিকৃত করার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য তারা দাড়ি-টুপি রেখে ভোট চাচ্ছে। এই ধরণের গৃনীত কাজের জন্য ধিক্কার জানাই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহজালাল কালু, যুবদল নেতা মাহবুব হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ সাউদ, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ডা. জাহিদ, ওসমান গনি, রাশেদ, ডালিম, ২নং ওয়ার্ড যুবদল নেতা জাহিদ, ইব্রাহিম, শামীম, শাহ আলম, আশিক, যুবদল নেতা আলম, রুবেল, মাইয়াদসহ আরো অনেকে।


































