নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা প্রনয়ন করেছেন আগামী দিনের সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া ও অধিকারকে প্রতিষ্ঠা করা হবে।
আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশের জাতীয়বাদকে জাগরণ সৃষ্টি করেছিলেন। একটি তলবীহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন।
তার এই ধারাবাহিকতায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এদেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলে ৩১ দফা প্রণয়ন করেছেন।
৩১ দফার আলোতে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে বাংলাদেশে কোন অভাব অনটন থাকবে না। মানুষের চাওয়া পাওয়ার কোন ঘাটতি থাকবে না।
ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ৩১ দফা আলোতে দেশ পরিচালনা করবে। সেই পরিচালনার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
রবিবার (২৬ অক্টোবর ) বিকেল চারটায় ১১নং ওয়ার্ডের পানির কল এসিআইর সামনে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে আমাদের দলের মার্কা হল ধানের শীষ। যেই ধানের শীষ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের অধিকার আদায় করেছিল।
আমরা বিগত সাড়ে ১৫টি বছর কিন্তু ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের অধিকার আন্দোলনের লিপ্ত ছিলাম ভোটের অধিকার ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। সুতরাং আগামী দিনে আমাদের ধানের শীষের যে প্রার্থী হবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার আমরা অঙ্গীকার করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের অঙ্গীকারের বাস্তবায়ন দেখবেন।
নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক নাজমুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ- সভাপতি মিজানুর রহমান শামীম, সহ- সভাপতি মীর ইয়ামিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সোহেল গাজী, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, কোষাধ্যক্ষ মাসুদ রেজা, প্রচার সম্পাদক সেলিম, সহ- প্রচার সম্পাদক মিঠুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, সোহেল, সুমন, রিপন, পলাশ, মানিক, রতন, রবিউল ইসলাম, নান্টু, আরিফুল ইসলাম নয়ন, রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


































