নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে ১৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,  ৪ হোটেলকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৩, ২৬ অক্টোবর ২০২৫

বন্দরে ১৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,  ৪ হোটেলকে লাখ টাকা জরিমানা

বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিশেষ অভিযানে ১ হাজার ৮০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় চারটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড, বারপাড়া, কেওডালা অলিম্পিক বিস্কুটের গলি রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার (প্রকৌশলী) জাহিন আমির খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, মোরসালিন ও রনি প্রমুখ। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও অংশ নেন।

অভিযান চলাকালে তিতাস কর্তৃপক্ষ জানান, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।