
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, হাজী রজ্জব আলী সুপার মার্কেটের মালিক আব্দুল আজিজ।
যুগান্তর স্বজন সমাবেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপাস্থিত ছিলেন- দ্যা নিউ নেশন ও আলোকিত বাংলাদেশের স্টাফ করেসপন্ডেন্ট মোশতাক আহমেদ শাওন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর, বাংলা টিভির জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আমার দেশের সাংবাদিক মোঃ আরিফ হোসেন, ফটোসাংবাদিক কামরুল হাসান, ঢাকা পোষ্টের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এইচ সৈকত, ডাঃ মোহাম্মাদ শাহরিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুমন, সোহানুর রহমান ও রিয়াজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের বৃহত শিল্পগ্রুপ যমুনা গ্রুপের স্বত্বাধিকারী। তিনি যমুনাগ্রুপের মাধ্যমে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
তার চলে যাওয়াটায় বাংলাদেশ আরো শিল্পপ্রতিষ্ঠান থেকে বঞ্চিত হলো। আমি তার এ শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্তরোত্ততর সাফল্য কামনা করছি। পাশাপাশি তার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম বাবুল বলেন, মাত্র ২৪ বছর বয়সে নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যমুনাগ্রুপের মতো বৃহত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে লাখ মানুষের কর্মসংস্থান করেছেন।
অনুষ্ঠানের সভাপতি লুৎফর রহমানের দোয়া পরিচালনা করেন। এসময় নূরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়। দোয়ায় তার গড়া প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।