
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।
১৮ জুলাই শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে এই কর্মসূচি শুরু হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করার লক্ষ্যে জেলার আওতাধীন বিএনপির সকল থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ।
বিক্ষোভ মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।