
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের সরকারের শাসন আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে।
অপরাধ ট্রাইব্যুনালের বাইরেও নারায়ণগঞ্জ সহ সারাদেশে জুলাই অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর চাজশিট ৫ আগস্টের মধ্যে দাখিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলো নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেয়া হলো।
সোমবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরআগে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নতুন সড়কের পাশে জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতি স্তম্ব উদ্বোধন করেন অন্তর্বতীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা।
স্মৃতি স্তম্ব উদ্বোধনের আগে উপদেষ্টারা শহীদ পরিবার ও আহতদের ফুলেল শুভেচছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
তিনি আরও বলেন, আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের মতো চাঁদাবাজ লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন সহায়তা করবে।
স্মৃতিস্তম্ব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবার ও আহতরা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিশিষ্ট জনরা। সবশেষে উপদেষ্টারা স্মৃতিস্তম্বের পাশে বৃক্ষরোপন করেন।