সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বাদ আসর নাসিক ১৮নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, পরিক্ষা দিয়েছি। এই পরিক্ষার রেজাল্ট বের হবে ১২ই ফেব্রুয়ারী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে।
ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে, বিএনপিকে নির্বাচিত করা। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জয়ী করা। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি করবো। ১৮নং ওয়ার্ডে ২৪ হাজার ৬৪০ ভোট রয়েছে। আমাদের ৮০/৯০ পার্সেন্ট কাষ্ট করাতে হবে। আজ থেকেই পরিকল্পনা করতে হবে, বসে থাকার সুযোগ নেই।
আবুল কাউসার আশা বলেন, দিনশেষে আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছি যিনি শুধু দিয়েই গেছেন, নিজের জন্য কিছু নেননি। আমরা সেই দেশনেত্রীর সন্তান। আমাদের দলের বিরুদ্ধে দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।
এসময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আওলাদ হোসেন ও মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না সহ অন্যান্য নেতৃবৃন্দ।


































