নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৬, ১৪ জুলাই ২০২৫

জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ একযুক্ত বিবৃতিতে বলেন, আজ ১৪ জুলাই হাজিগঞ্জ এলাকায় প্রথমবারের মতো নারায়ণগঞ্জে জুলাই অদ্ভুত্থানের শহীদ ও আহতদের স্মরণে "জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। 

আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নেতৃবৃন্দ বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ আমাদের মনে করিয়ে দিবে ফ্যাসিস্ট কখনো স্থায়ী হয় না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সকলকে সজাগ থাকতে হবে।