নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জুলাই-আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৭, ১৬ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জুলাই-আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের রহের মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার আয়োজনে এ মিলাদ মাহফিল ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা তার বক্তব্যে বলেন, ২৪ সালের ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।

এই ছাত্র আন্দোলন হয়েছিল মাত্র ৩৬ দিন। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে তার মসনদ থেকে বিতারিত করার জন্য বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে গেছে। সেই ১৭ বছরের আন্দোলনের ফসল হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সেই ১৭ বছরের ফসল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাল স্বরূপ হিসেবে কাজ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই মাসের ১৬ তারিখ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলন থেকে সরাসরি ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মীকে যার যার অবস্থন থেকে এই ছাত্র আন্দোলনে শরিক হওয়ার জন্য।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম আহমেদ কাওছারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানাছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয়, সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মো. ইয়াছিন, এমডব্লিউ কলেজ ছাত্রদল সভাপতি মো. রাফি, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজ হাছান তন্ময়, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রাছেল আহমেদ, সাবেক সমাজসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. ইসরাফিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম দিদার, সহ-দপ্তর সম্পাদক রজ্জব হাওলাদার ফাহিম, নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাছান, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. সিফাত হোসেন বাবু, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিফাত, ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াছিন মির্জা, মো. রুবেল, মো. আলামিন, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. জুয়েল, মো. রাকিব, মো. সিহাব, নাসিক ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. আরিয়ান রাকিব, নাসিক ৯নং ওয়ার্ড ছাত্রদলের নেতা মো. জুয়েল সাউদ, মো. সিয়াম, মো. শাহপরান, মো. রায়হান, নাসিক ১০নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব, মো. কাওছার ও মো. হিমেল প্রমূখ। 
 

সম্পর্কিত বিষয়: