নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ১৬ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মোশারফ হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত শহিদুল্লার ছেলে। 

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি এলাকার আব্দুল আলীর পুল সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ পালানোর চেষ্টা করে। 

তবে পুলিশের তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটকের সময় তার কাজ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূ আলম বলেন, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।