নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ জুলাই ২০২৫

বন্দরে চাঁদাবাজ সোহাগ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৫, ১৬ জুলাই ২০২৫

বন্দরে চাঁদাবাজ সোহাগ গ্রেপ্তার

বন্দরে অটো ও মিশুক গাড়ী চালকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজি নগদ ২২৫০ টাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাঁদা আদায়ের ৩টি রশিদ বইসহ সোহাগ (২৮) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ সোহাগ বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার নজরুল ইসলাম মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৮(৭)২৫।

ধৃত চাঁদাবাজকে উল্লেখিত মামলায় বুধবার (১৬ জুলাই) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় বন্দর বাজারস্থ খুসবু বিউটি পার্লারের পাঁকা রাস্তা সামনে থেকে চাঁদা আদায়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার জানান, দৃত চাঁদাবাজ সোহাগ দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজারস্থ খুসবু বিউটি পার্লারের পাঁকা রাস্তা সামনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজি নগদ ২২৫০ টাকা ও সিটি কর্পোরেশনের টোল ইজারাদার মাসুদ রানা পক্ষে মোঃ মাহবুব হাসান ডিউক লেখা সম্বলিত ২০ টাকা চাঁদা আদায়ের ৩টি রশিদ বইসহ চাঁদাবাজ সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

ধৃতর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে  বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।