নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

“জুলাই সমাবেশ এবং শহীদী মার্চ” কর্মসূচি উপলক্ষে গণসংহতির সংবাদ সম্মেলন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০১, ১৭ জুলাই ২০২৫

“জুলাই সমাবেশ এবং শহীদী মার্চ” কর্মসূচি উপলক্ষে গণসংহতির সংবাদ সম্মেলন 

গণ সংহতি নারায়ণগঞ্জের উদ্যোগে ১৮ জুলাইয়ের “জুলাই সমাবেশ এবং শহীদী মার্চ” কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দলটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনিষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, জুলাই ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রায় ১৬ বছরের হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে সংগঠিত গুম, খুন, লুটপাটসহ অবর্ণনীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার অপ্রতিরোধ্য জীবনপন লড়াই।

ছাত্র জনতার এই জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে। আমাদের প্রাণপ্রিয় নারায়গঞ্জে ১৪ জুলাই আন্দোলনের একেবারে শুরু থেকেই আমরা রাজপথে থেকেছি। ১৮ জুলাই নারায়ণগঞ্জের কেন্দ্রভূমি চাষাড়ায় পুলিশ অতর্কিত হামলা চালালে পুরো শহরজুড়ে প্রতিরোধ ছড়িয়ে পড়ে। হাজারো ছাত্র তরুণের পাশে সকল শ্রেণি পেশার মানুষ মৃত্যুর কাফেলায় সামিল হয়। 

৩৬ জুলাই অর্থাৎ ৫ আগষ্ট পর্যন্ত পুলিশ ও আওয়ামী সশস্ত্র গুন্ডালীগের হামলা মোকাবিলা করে ফ্যাসিস্ট মুক্ত হই। সারা দেশে হাজারো শহীদের মধ্যে নারায়ণগঞ্জেও আমানত, সুজন থেকে শুরু করে শিশু রিয়া গোপ সহ ৫৬ জনকে আমরা হারিয়েছি। আগামী ১৮ জুলাই ২০২৫ নারায়ণগঞ্জে রক্তাক্ত সংগ্রামের ১ বছর পূর্তি।

হাজারো শহীদ, আহতদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ। পুরনো ব্যাবস্থা যা ফ্যাসিবাদের উপযোগী তা বদলাবার এখনি সময়। জুলাই গণহত্যার বিচার আহতদের পূণর্বাসন, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন এখন সময়ের দাবী। 

৭১ এর মহান জাতীয় মুক্তির সংগ্রামের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ধ্বনি ২৪ এর জুলাই অভ্যুত্থানে নতুনভাবে হাজির হয়েছে। সেই লক্ষ্যে চাই নতুন রাষ্ট্রকাঠামোর উপযোগী নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই শহীদের আকাঙ্খার বৈষম্যহীন বাংলাদেশ।

৭১ এর মতো ২৪ কেও যারা গোষ্ঠীগত করতে চাইবে মনে রাখবেন তারা আদতে নতুনভাবে ফ্যাসিবাদই কায়েম করতে চায়। শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। মানুষের নায্য অধিকারের প্রশ্নে গণসংহতি অঙ্গিকারবদ্ধ।

এসময় গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, এই হামলার তীব্রপ্রতিবাদ জানাই। সরকার একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে। সরকার একটি দলকে বিশেষ সুযোগ সুবিধার মধ্যে এই সরকার অন্তবর্তীকালীন সরকার যে সকলের সরকার তার গ্রহণ যোগত্যা হারিয়েছে।

আমরা পরিষ্কার ভাবে মনে করি গতকালকে গোপলগঞ্জে যা হয়েছে  ন্যাক্কার জনক পতিত ফ্যাসিস্টরা যেভাবে জনসমাবেশে হামলা চালিয়েছে আমরা তার তীব্রপ্রতিবাদ জানাই।

সরকরাকে আহ্বান জানাবো এই ঘটনা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও আইনের আওয়তায়  এনে দ্রুত বিচার করা এবং সরকারের দিক থেকে পরিষ্কার ভাবে বুঝাতে তারা সকলের সরকার। সকারের একটি দলের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব বাদ দিতে হবে। 

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার,গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজন, যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান সহ প্রমুখ।