নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ জুলাই ২০২৫

বন্দর এজাহার আসামি মা ও মেয়েসহ গ্রেপ্তার ৩  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ১৬ জুলাই ২০২৫

বন্দর এজাহার আসামি মা ও মেয়েসহ গ্রেপ্তার ৩  

বন্দরে মারামারি মামলার এজাহারভূক্ত আসামী মা ও মেয়েসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের উত্তর বেপারীপাড়া এলাকার শওকত আলী মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৮)  তার মেয়ে মাহা (২০) ও দড়ি সোনাকান্দা এলাকার মৃত রহিম মিয়ার ছেলে বাবু (২৮)। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৬ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা ও উত্তর বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  এর আগে গত সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় বন্দর থানার উত্তর বেপারীপাড়াস্থ মুন্নী স্টোরের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। যার মামলা নং ১৭(৭)২৫। ধারা- ১৪৩/ ৪৪৮/ ৩২৩/৩২৪/ ৩০৭/ ৩৭৯/ ৩৮০/ ৪২৭/ ৫০৬/ ১১৪ পিসি।

জানা গেছে, বন্দর থানার উত্তর বেপারীপাড়া এলাকার মৃত মনির হোসেন মিয়ার মেয়ে মুন্নী বেগমের সাথে একই এলাকার শওকত আলী স্ত্রী মৌসুমি বেগমের সাথে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত সোমবার সকাল ১১টায় বিবাদী মৌসুমি বেগম ও তার মেয়ে মাহা একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত রহিম মিয়ার ছেলে বাবুসহ অন্যান্য বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরে মুন্নী স্টোরে অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিরা মুন্নী বেগমের দোকান ভাংচুর করে ২০ হাজার টাকা  ক্ষতি সাধনসহ ক্যাশবাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ফারজানা (২৬) হাসি (৩০) লাকি (২৭) হাফেজা (২৯) ও ছনিয়া (২০) মারাত্মক ভাবে আহত হয়। 

সম্পর্কিত বিষয়: