
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা শেষে কর্মসূচিটি শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির হাজার হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে নানান ভাষায় কথা বলে। কারা বলে, যারা বাংলাদেশে নির্বাচন করলে দুটি আসনও পাবে না সেই দলের মানুষ বলে। আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগমী দিনের ভবিষ্যত রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলেন তার সাথে নির্বাচন করার মত আপনাদের চরমেনাইর কে আছেন। যারা বিএনপিকে নিয়ে কথা বলছেন তারা ভেবে চিন্তে কথা বলবেন।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, রওশন আলী, এড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন ও কৃষকদল নেতা নাছির প্রধানসহ প্রমূখ।