
ঢাকা -নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা অক্টো অফিসে রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন ফতুল্লা থানার শারজাহান রোলিং মিলস ইয়াদ আলী মসজিদ এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র রায়হান (২৪) ও একই থানার দাপা ইদ্রাকপুরের হক রোলিং মিলস এলাকার
আমিনুদ্দিনের ছেলে রাফিদুল ইসলাম রুমি (২৩)। শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার অক্টো অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দুই ব্যক্তি গভমেন্ট গার্লস স্কুলের সামনে একটি টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন। মিছিলের খবর পেয়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আরও কয়েকজন মিছিলকারী পালিয়ে যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মিছিলের চেষ্টার সময় দুইজনকে আটক হয়েছে। পরবর্তীতে রোববার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।