
রূপগঞ্জে সড়কে প্রবাসীর গাড়ি গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- কিশোরগঞ্জ সদরের মৃত ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরিবাড়ি গ্রামের জিয়া হোসেনের ছেলে মোহাম্মদ রিপন (২৭)।
শনিবার (৯ আগষ্ট) উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটে।
জানাগেছে, ৫/৬ সদস্যের এক দল ডাকাত নরসিংদীগামী প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।
এসময় প্রাইভেটকারে থাকা একজন ৯৯৯ এ কল দিলে দ্রুত রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই ডাকাতাকে গ্রেপ্তার করে। তবে এসময় ডকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্ররণ করা হয়েছে ।