
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ জনি (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জনির সহযোগী হেলাল (৩০) পালিয়ে যায়। গ্রেপ্তার জনি ওয়াবদা কলোনি এলাকার আয়নাল হোসেনের ছেলে এবং পলাতক হেলাল একই এলাকার দাইমুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়ালি উল্লাহ জানান, রাতের স্পেশাল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারিরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থান করছে। সেখানে পৌঁছে তাদের গতিরোধ করলে জনিকে আটক করতে সক্ষম হই, তবে হেলাল কৌশলে পালিয়ে যায়।
জনির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়া সাদা কাগজে মোড়ানো ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।