নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলায় রিভারভিউ টাওয়ারের গেঞ্জি ব্যবসায়ী জখম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৯, ২৭ আগস্ট ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলায় রিভারভিউ টাওয়ারের গেঞ্জি ব্যবসায়ী জখম

বন্দরে শফিকুল ইসলাম (৪০) নামে এক গেঞ্জি ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইন্টারনেট ব্যবসায়ী লিটনসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভূক্তভোগী  গেঞ্জি ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার রাতে হামলাকারি নেটব্যবসায়ী লিটনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জনক আসামী করে বন্দর থানার এ অ়ভিযোগ দায়ের করেন তিনি। 

এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বন্দর রেললাইন ভাঙ্গা ব্রীজ সংলগ্ন হামলাকারি লিটনের  ইন্টারনেট অফিসের ভিতরে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার মৃত আলী আহাম্মদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে শহরের রিভারভিউ টাওয়ারে দোকান নিয়ে গেঞ্জির ব্যবসায় করে আসছে। অপরদিকে বন্দর শাহীমসজিদ খালপাড় এলাকার বিবাদী  লিটন মিয়া সেও ইন্টারনেট ব্যবসা চালিয়ে আসছিল। 

এ সুবাদে গেঞ্জি ব্যবসায়ী শফিকুল ইসলাম নেট সংযোগের জন্য  নেটব্যবসায়ী লিটনের কাছে দারাস্থত হয়। পরে নেট ব্যবসায়ী লিটনের কথা মোতাবেক গেঞ্জি ব্যবসায়ী শফিকুল ইসলাম মার্কেট থেকে  ইন্টারনেট সামগ্রী ক্রয় করে বাসায় এনে রাখে। 

অপরদিকে নেট ব্যবসায়ী লিটন গেঞ্জিব্যাবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে নেট সংযোগ না দিয়ে কাল ক্ষেপণ করে।  এই ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় গেঞ্জি ব্যবসায়ী শফিকুল ইসলাম বন্দর রেললাইন ভাঙ্গা ব্রীজস্থ লিটনের ইন্টারনেট অফিসে এসে নেটসংযোগ দেওয়ার কথা বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে নেট ব্যবসায়ী লিটনসহ তার অফিসে থাকা অজ্ঞাত নামা  ৫/৬ জন সন্ত্রাসী দোকানে থাকা স্ক্রু ড্রাইভার সহ ধারালো বস্তু দিয়ে গেঞ্জি ব্যবসায়ী শফিকুল ইসলামকে এলোপাথাড়ি মারপিট করে নাক, বুক ও বাম হাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট নীলাফুলা জখম করে ব্যবসায়ী কাজের নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও ১ভরি ওজনের  একটি স্বর্ণের চেইন য ছিনিয়ে নেয়। 

গেঞ্জি ব্যবসায়ী ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজনসহ  আহতের  বন্ধু মামুন দ্রুত ঘটনাস্থলে এসে শফিকুল ইসলামকে  জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রেরণ করে।