নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন পুরুষের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ২৭ আগস্ট ২০২৫

শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন পুরুষের লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত  পুরুষের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (২৭ আগস্ট)  বিকালে বন্দর থানার  ২৭ নং ওয়ার্ডের  কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বুধবার দুপুরে কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে  মাথা বিহীন লাশ দেখতে পেয়ে কাঁচপুর নৌ পুলিশকে সংবাদ দেয়।পরে নৌ পুলিশ বিকেলে  এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। মাথা বিহীন লাশের খবর পেয়ে উৎসক শত শত নারী পুরুষ নদীর তীরে ভীড় জামাতে দেখা গেছে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ  ওসি লিয়াকত আলী জানান,  দুপুরে লাশ ভেসে উঠার খবর পেয়ে  নৌ পুলিশকে জানানো হয়। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি লাশ উদ্ধার করে মর্গে  পাঠিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।