
ফতুল্লায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার সময় হারুন (৭০) নামে বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় এঘটনা ঘটে। আটক হারুন দেলপাড়া টাওয়ারপাড় এলাকার মৃত. জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষর্দশীরা জানান, হারুন পেশায় রাজমিস্ত্রী। দুপুর ১২টার সময় পাশের বাড়ির পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে কৌশলে একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায়।
সেখানে ধর্ষণের চেষ্টার সময় আশপাশের লোকজন শিশুটির কান্না শুনে হারুনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে হারুনকে গ্রেফতার করে শিশুটিকে হাসপাতালে পাঠায়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটক বৃদ্ধকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটিকেও ডাক্তার দেখানো হয়েছে। এবিষয়ে মামলা হবে।