নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আতাউর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব ওরফে লাউয়া সজিব  (৩২) একই থানার ১৯ নং ওয়ার্ডের  মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার আলাচাঁন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  মধু রানা (৪৮) মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া  এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোশারফ (৫৫) কুশিয়ারা এলাকার দুলাল মন্ডলের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুবায়ের (১৯) ও নবীগঞ্জ বড়বাড়ি এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  অমিত হোসেন (৩২)।  
 

সম্পর্কিত বিষয়: