নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ টাকার রড নিলো প্রতারক চক্র, কুমিল্লায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ টাকার রড নিলো প্রতারক চক্র, কুমিল্লায় গ্রেপ্তার ৩

ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ মূল্যমানের ৯ টন  রড নিয়ে যাওয়ার অভিযোগে কুমিল্লা থেকে অভিযুক্ত প্রতারক চক্রের  তিন সদস্য কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময়  প্রতারনা করে নিয়ে যাওয়া ৯ টন রড উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর)  সকালে কুমিল্লা জেলার হোমনা এলাকায় অভিযান চালিয়ে প্রতারনা করে নিয়ে যাওয়া রডসহ প্রতারক চক্রের তিন সদস্য কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন নবী হোসেন মাসুম(২৫), শফিকুল ওরফে বেল্লাল (৪৭) এবং শেখ ফরিদ (৩৫)। 

এর আগে প্রতারনা করে রড আত্মসাৎ করার অভিায়োগ এনে পাগলাস্থ চাকদা স্টীল এন্ড রি-রোলিং মিলস প্রাঃ লিঃ নামীয় প্রতিষ্ঠানে এজিএম কো-অর্ডিনেটর (সেলস্ এন্ড একাউন্স)  মোঃ রাশেদ হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। 

মামলায় উল্লেখ্য করা হয়,মোবাইল ফোনের মাধ্যমে বাদীর  প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আল আমিনের সাথে পরিচয় হয় প্রতারক চক্রের মূল হোতা হোসেন তালুকদারের।

এক পর্যায়ে প্রতারক হোসেন তালুকদার ঢাকা বনানীর রহমান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের মালিক বলে নিজেকে পরিচয় দিয়ে বাদীর প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সাথে রড ক্রয় করার আলোচনা করে।

পরবর্তীতে চলতি মাসের ৮ তারিখ বিকেলে হোসেন তালুকদার তার মোবাইল  ফোন ০১৩১৩১৫১৫১২ হতে বাদীর প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মো: আলআমিন আরমানের মোবাইলে ফোন করে ১৫  লাখ টাকার  মালামাল অর্ডার করে।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি হোসেন তালুকদার অপর আসামী সাহিদের  মাধ্যমে সিটি ব্যাংক নিকুঞ্জ উপ শাখা হইতে মিজানুর রহমান নামের  প্রাইম ব্যাংকের একাউন্ট নং-২১৬৫২১৫০১৪৩৮৮ এর চেকের পাতা  ৪২৬৯৬১৮ এর মাধ্যমে ১টি ক্লিয়ারেন্স চেক ও ডিপোজিট স্লিপ প্রদানের প্রেক্ষিতে বাদীর প্রতিষ্ঠানের একাউন্টে ১৫ লাখ টাকা এসেছে  বলে জানিয়ে রাত ১১ টার দিকে তার প্রতিষ্ঠান থেকে একটি ট্রাকে করে  ১৫ লাখ টাকা মূল্যমানের (১৯,৪১০ কেজি রড) রড নিয়ে যায়।

পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট ব্যালেন্স যাচাই-ছাইয়ের পর টাকা না পাওয়ায় একদিন পর  ৯ সেপ্টেম্বর   হতে একাধিকবার  বার বার ফোন করলে সে নানা তালবাহানা করে।  আজ দিব, কাল দিব বলিয়া টাকা না দিয়া প্রতারণার আশ্রয় নিয়া কালক্ষেপন করে ঘুরাইতে থাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দন সরকার এ বিষয়ে  জানান, প্রতারণামূলক আত্মসাতের অভিযোগে মামলা দায়েরর পর তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকচক্রের অবস্থান নিশ্চিত জয়ে সোমবার সকালে কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে রড সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।