নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫

সোনাকান্দা অটো গ্যারেজের মালিকের বাসায় চুরি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সোনাকান্দা অটো গ্যারেজের মালিকের বাসায় চুরি

বন্দরে অটো গ্যারেজের মালিকের বাসায় চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গ্যারেজ মালিকের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা নোয়াদ্দা এলাকায় এ চুরি ঘটনা ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার সোনাকান্দা নোয়াদ্দা এলাকার অটো গ্যারেজ মালিক খোকন মিয়ার স্ত্রী রাশিদা বেগমের ননাশের ছেলে সাইফুল ইসলামের সাথে  একই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে ইফতি সাথে মোবাইল সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়।

উক্ত ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষ আব্দুল্লাহ আমাদেরকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। প্রতিপক্ষের ভয়ে আমরা ৪ দিন আত্মগোপনে থাকলে ঐ সুযোগে গত রোববার গভীর রাতে অজ্ঞাত নামা চোরের দল  আমার  ঘরের পশ্চিম পাশের লোহার প্লেন শীটের দরজা কেটে অনধিকার প্রবেশ করে ঘরে থাকা স্টিলের আলমারিতে রক্ষিত ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যাহার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ  টাকা এবং ব্যাংক এশিয়া, সোনাকান্দা শাখা হইতে উত্তোলনকৃত নগদ ২ লাখ টাকাসহ বিভিন্ন দামী জিনিসিপত্র যাহার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পরে গত মঙ্গলবার বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে ওই দিন বিকাল ৫টায় আমাদের বসত বাড়িতে প্রবেশ করে দেখি দরজার প্লেনসিট কাটা ও ঘরের জিনিসপত্র ও  আসভাবপত্র লন্ড ভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।  
 

সম্পর্কিত বিষয়: