নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে উঠান বৈঠক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়।  

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন।

উঠান বৈঠকে দীর্ঘ আলোচনার পর প্রধান আলোচক আল মুজাহিদ মল্লিক বিএনপি'র  ৩১ দফার পক্ষে উপস্থিত সকল নারীদের কাছ থেকে জনসমর্থন আদায় করেন।

একই সাথে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার প্রতিশ্রুতি গ্রহণ করেন। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।