
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় সরকারী লিজের জমিতে বালু ভরাট করে শ্রেণী পরিবর্তনের অভিযোগ উঠেছে লিজ গ্রহিতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে। গত দু’দিন ধরে বালু ফেলে এ জমির শ্রেণী পরিবর্তন করছেন।
স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় এ জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে অভিযোগ রয়েছে। লিজে জমির কোন শ্রেণী করা যাবে এ শর্তে লিজ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, লিজ গ্রহিতা আব্দুস সাত্তার শুধু জমিতে বালু ভরাট করে শ্রেণী পরিবর্তনই করছেন না, তিনি লিজ নেওয়ার পর ওই সম্পত্তি থেকে নন রেজিষ্ট্রার স্ট্যাম্পে ৯ লাখ টাকার বিনিময়ে প্রবাসীর কাছে সরকারী জমি হস্তান্তর করেছেন। যা লিজের শর্ত ভঙ্গ করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ খংসারদী মৌজায় ২৪ শতাংশ নিচু জমি ২০২৩ সালে লিজ নেন মামরকপুর গ্রামের সেকান্দর মুন্সির ছেলে আব্দুস সাত্তার। লিজ নেওয়ার পর একই বছর ওই জমি থেকে প্রায় সাড়ে ৩শতাংশ জমি সৌদিআরব প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে যাওয়ার ব্যক্তিগত রাস্তার জন্য ৯ লাখ টাকায় নন রেজিষ্ট্রার স্ট্যাম্পে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক আওয়ামীলীগের চেয়ারম্যান আল আমিন সরকার, বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন ও আব্দুল মালেকের যোগসাজসে এ সম্পত্তি বিক্রি করে দেন। বর্তমানে ওই লিজের নিচু জমি বালু ভরাট করে শ্রেণী পরিবর্তন করছেন। খবর পেয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে রাতের আঁধারে সেই বালু ভরাট কাজ অব্যাহত রাখে।
স্থানীয়দের দাবি, এ সম্পত্তি এক সময় একই এলাকার আবু সিদ্দিক নামের এক ব্যক্তি লিজ নিয়েছিল। পরবর্তীতে প্রশাসন ম্যানেজ করে এ সম্পত্তি আব্দুস সাত্তার লিজ নিয়েছেন। তিনি বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন, আলীনূর, মহসিন ও কাশেম আলীর যোগসাজসে বালু ভরাট কাজ করছেন। সরকারী সম্পত্তি লিজ নিয়ে বিক্রি ও শ্রেণী পরিবর্তন আইনগত দন্ডনীয়। দ্রুত লিজ বাতিলের দাবি জানিয়েছেন তারা।
প্রাক্তন লিজ গ্রহিতা আবু সিদ্দিকের ছেলে মো. মোকবিল হোসেন জানান, তার বাবাকে লিজ নবায়ন করে দেওয়ার কথা বলে আব্দুস সাত্তার নিজেই লিজ নিয়ে গেছেন। তিনি প্রবাসে থাকার সুযোগে এ লিজ নিয়ে গেছেন। লিজ বাতিলের জন্য তিনি ভূমি কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেছেন।
বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আমির হোসেন জানান, লিজের সম্পতিতে শ্রেণী পরিবর্তনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বালু ভরাট করে শ্রেণী পরির্তন করে লিজের শর্ত ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন দেওয়া হবে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই সম্পতিতে বালু ভরাট করে ঈদগাহ নির্মাণ করবেন বলে ভরাট করা হচ্ছে এমন সংবাদ পেয়েছি। তবে যেহেতু সরকারী সম্পত্তি ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে শ্রেণী পরিবর্তনের কথা জানিয়েছি।
লিজ গ্রহিতা অভিযুক্ত আব্দুস সাত্তার জানান, তিনি লিজের শর্ত ভঙ্গ করেননি। লিজে তিনি যে হারে খাজনা জমা দেন, সেই হারে শ্রেণী পরির্তনের সুযোগ আছে বিধায় বালু ভরাট করছেন। বাধা দেওয়ায় ভরাট কাজ বন্ধ রেখেছেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, লিজের শর্তে জমির শ্রেণী পরিবর্তন, স্বত্ব বিক্রির কোন সুযোগ নেই। লিজের শর্ত ভঙ্গ করলে লিজ বাতিল করা হবে।
ছবির ক্যাপশন: সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী মৌজায় লিজের সম্পত্তিতে বালু ফেলে শ্রেণী পরিবর্তন করছেন লিজ গ্রহিতা।