নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অর্ন্তভূক্তিতে উপবৃত্তি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১৮ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অর্ন্তভূক্তিতে উপবৃত্তি

সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় অর্ন্তভূক্তি করতে সেমিনার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার করা হয়।

অনুষ্ঠানটির প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আসাদুজ্জামান সরকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:সোলাইমান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.জামিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রতিবন্ধী ও তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রহমান বলেন, প্রতিবন্ধী হয়েও বিশ্ব জয় করেছেন স্টিফেন হকিং, হেলেন কেলার, নিকোলাস জেমস ভুজিকিক, অরুনিমা সিংহ সহ অসংখ্য ব্যক্তি রয়েছেন। তবে আমাদের দেশে কেনো তাদের অবহেলা ও অযত্নের পাত্র হয়। প্রতিবন্ধীদের কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না তবে তাদের সাথে ভালো করলে তারাও সমাজে ভালো থাকবে।  

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিরাও মানুষ। তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের। তাদের বিশেষ যত্ন করা জরুরি। প্রতিটি স্কুলে প্রতিবন্ধীদের সাধারন শিক্ষার্থীদের সাথে পড়াশোনা ব্যবস্থা করা ও উপবৃত্তি নিশ্চিত করতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।   

তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুরা কখনো সমাজের বোঝা নয়। তারাও সম্পদ। তাদের কখনোই বোঝা মনে করে যাবে না। এ উপজেলা ২৪১ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে।