নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫

ফতুল্লায় দুর্বৃত্তের আগুনে যাত্রীবাহী বাস পুড়ে ছাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪১, ১৯ নভেম্বর ২০২৫

ফতুল্লায় দুর্বৃত্তের আগুনে যাত্রীবাহী বাস পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে পাকিং করা একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়েগেছে।

এসময় ফায়ার সার্ভিসে খবর না দিয়ে স্থানীয়রাই দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততোসময়ে বাসটির লোহার বডি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলোনা।

বুধবার ভোর ৪টায় ফতুল্লার ইসদাইর অক্টোফিস এলাকায় সরকারী তোলারাম কলেজের ছাত্রবাসের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-ব ১১-০০২৯ নম্বারে একটি বাস প্রতি রাতের মত মঙ্গলবার রাতেও সরকারী তোলারাম কলেজের ছাত্রবাসের সামনে পার্কিং করে চালক হেলপাড় বাসায় চলে যায়।

বুধবার ভোরে সেই বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় আগুনে লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

বাসের মালিক বুলু দাস (৪০) জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসের লোহার বডি ছাড়া আর কিছুই নেই। সব পুড়ে ছাই হয়েগেছে।

এ বাস দিয়ে প্রতিদিন শিল্প মন্ত্রনালয়ের কর্মচারী ও সাধারন যাত্রীদের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ভাড়ায় আনা নেয়া করা হয়। এরপর প্রতিদিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে সরকারী তোলারাম কলেজের ছাত্রবাসের সামনে পাকিং করে রাখা হয়।

এ বাসের উপার্জন দিয়ে আমার সংসার চলতো। যে আমার এতো বড় ক্ষতি করেছে আমি তাদের বিচার চাই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, বাসে আগুনের বিষয় কেউ ফায়ার সার্ভিসকে জানায়নি। তাই এবিষয়ে আমাদের জানানেই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উর্ধ্বতন কর্মকর্তাসহ গিয়ে ছিলাম। বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। চেষ্টা চলছে দুর্বৃত্তদের সনাক্তের।
 

সম্পর্কিত বিষয়: