রূপগঞ্জে ভূমিকম্পজনিত ফাটলকে কেন্দ্র করে একটি গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা কাজ বন্ধ করে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অনুযায়ী গার্মেন্টসের কার্যক্রম পরবর্তী তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত এ ওয়ান পোলার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ সময়য় শ্রমিকরা দাবি করেছিলেন, ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বিল্ডিং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেখাতে হবে।
কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে জানায়, শুধু কর্মকর্তারা কারখানায় অবস্থান করবে এবং শিগগিরই ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বিল্ডিং ইন্সপেকশন সম্পন্ন করা হবে।
জানাগেছে, গত ২১ নভেম্বর সংঘটিত ভূমিকম্পের পর ভবনে কিছু ফাটল দৃশ্যমান হওয়ায় রোবাবার সকালে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়। এতে শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে কাজ বন্ধ করে নিচে অবস্থান করে ছুটিসহ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দাবি জানান।
পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন। বর্তমানে কারখানা প্রাঙ্গণ ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানায়, এ ওয়ান পোলার কারখানাটির অনেকগুলো ভবন রয়েছে। কোনো কোনো ভবনে ফাটল দেখা দিয়েছে সেইটা তারা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করাবে। যার ফলে তিন দিনের ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।


































