“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণগঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. ইউনুস আলী।
সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া, জেলা হাঁস প্রজনন খামার’র উপপরিচালক কৃষিবিদ এবিএম সালাহ্ উদ্দীন আহমেদ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাইদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মুন হোসেন প্রমূখ।
প্রদর্শনীর লক্ষ্য হলো - প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন- পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু - পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, পোষা পাখি এবং প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করার জন্য ৩০টি স্টলের সংস্থান রাখা হয়।
প্রদর্শনীতে সফল ও বিজয়ী খামারিগণের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় এবং বিশেষ পুরষ্কার বিতরণ করা হয় এবং অবশিষ্ট অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র প্রদান করা হয়।


































