নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খেয়েছে বিড়াল, প্রতিবাদ করায় হামলা : নিহত ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৩, ২ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খেয়েছে বিড়াল, প্রতিবাদ করায় হামলা : নিহত ১

সোনারগাঁয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলেছে, এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ শেষ পর্যন্ত প্রাণ হারালেন নাসির উদ্দীন (৫৫)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, রবিবার তাদের কবুতরের বাচ্চাটি প্রতিবেশী আসাদুল্লাহর পোষা বিড়াল খেয়ে ফেললে বিষয়টি নিয়ে নাসির উদ্দীন ও তার ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশীর কাছে প্রতিবাদ জানাতে যান। এসময় আসাদুল্লাহ (৫০), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), ছেলে আবির (২৫),

অভি (২৮), স্থানীয় রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮)সহ আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে নাসির উদ্দীন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর আক্তার হোসেন বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২–৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে গেলে আসামি আসাদুল্লাহর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।