নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও সানীর রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৩, ২ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও সানীর রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব ও থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইঁয়াপাড়া এলাকায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোদনাই ভুইয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম ঢালীর সভাপতিত্বে উক্ত  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জি. শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সাউদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: দুলাল হোসেন, যুবদল নেতা আসলাম, জামাল প্রধান, সেলিম মাদবর, জাসাসের নাসিক ৭নং ওয়ার্ড সভাপতি সোলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক আল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শান্ত, ১০নং ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক শিপু, রুবেল আহমেদ ও কামাল হোসেনসহ প্রমূখ।