নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১১, ৬ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর উপজেলার সুখেরটেক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 
স্থানীয় জানায়, দুপুরে ডোবাতে মাছ ধরা জন্য দুই শিশু পানিতে নামে। এসময় তারা লাশটি দেখে স্থানীয়দের জানালে পরে তারা পুলিশকে খবরদেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে  বিস্তারিত বলা যাবে।

সম্পর্কিত বিষয়: