নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব–১১। ভ্যানের ভেতর লাল–সাদা চারটি বস্তায় খাকি টেপে মোড়ানো অবস্থায় এসব মাদক দ্রব্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের ড্রাইভার সাগর চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। এসময় কাভার্ড ভ্যানটি ও ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে র্যাব–১১, সিপিএসসি নরসিংদীর একটি দল অভিযানটি পরিচালনা করে।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে মাদক দ্রব্য নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামানো হলে ড্রাইভার প্রথমে সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে ভ্যানের পেছনের দরজা খুলে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্লাস্টিকের বস্তা ও একটি সাদা বস্তার ভেতর খাকি টেপে মোড়ানো ৬৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। পাশাপাশি ভ্যানটি এবং ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ড্রাইভার সাগর চন্দ্র দাস (২৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মুরাদনগরের ছিলমপুরেও বসবাস করতেন বলে র্যাব জানায়।


































