নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় 

সোনারগাঁয়ে যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার আসিফ আল জিনাত উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, এস এম মনির হোসেন, মিজানুর রহমান মামুন, মোকাররম মামুন, পনির ভুইঁয়া, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, কামরুল ইসলাম, রুবেল মিয়া, নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।  

এসময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, জার্নালিস্ট ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ দূষণ, জমি ও খাল ভরাট যানজট সমস্যা, মাদক, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে আরো নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচনকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরাও তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।