সিদ্ধিরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাইলো শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকায় আন্তঃ জিলা কার্যালয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাইলো শাখা কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে মহান বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ- সভাপতি ও সাবেক কাউন্সিলর জিএম সাদরিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও চালক-শ্রমিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

































