নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে অনিচ্ছাকৃত ছবি তোলা এড়াতে ফতুল্লা থানায় নির্দেশনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ২০ ডিসেম্বর ২০২৫

বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে অনিচ্ছাকৃত ছবি তোলা এড়াতে ফতুল্লা থানায় নির্দেশনা

ফতুল্লা মডেল থানার অফিস কক্ষের প্রবেশদ্বারে “ছবি তোলার জন্য অনুরোধ করিবেন না। অনুরোধক্রমে অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা”—এমন একটি বিজ্ঞপ্তি টানানো হয়েছে।

বিষয়টি নজরে আসার পর থানায় আগত সেবা প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটি শৃঙ্খলা বজায় রাখা ও বিতর্কিত ব্যক্তিদের অপব্যবহার ঠেকানোর জন্য নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

থানায় সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্ববর্তী সময়ে কখনো কোনো ওসির কক্ষে এ ধরনের পোস্টার দেখা যায়নি।

তারা মনে করেন, সাধারণ জনগণ থানায় আসে সেবা নিতে, ছবি তুলতে নয়। তবে অনেকেই মানছেন যে বিতর্কিতদের সাথে ছবি তুলে অপব্যবহার রোধ করা প্রয়োজন। তবে বিষয়টি খুবই প্রশংসনীয় ও ভালো উদ্দ্যেগ বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আব্দুল মান্নান বলেন, থানায় বিভিন্ন সময় এমন ব্যক্তিরা আসেন যারা রাজনৈতিক বা সামাজিকভাবে বিতর্কিত এবং নানা অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এসব ব্যক্তি অনেক সময় কৌশলে পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি তুলে সেই ছবি ব্যবহার করেন নিজেদের অবস্থান শক্ত করতে বা অন্যদের ভয় দেখাতে। তিনি বলেন, “অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে অনুমতি ছাড়া ছবি তুলতে চান। ছবি তুলে পরে তা ব্যবহার করা হয় এমনভাবে, যা আমাদের ব্যাখ্যার বাইরে চলে যায়। এতে প্রশাসনিক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।”

ওসি আরও বলেন, “কিছু বিতর্কিত ব্যক্তি থানায় এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে দেখা যায়, সেই ব্যক্তিরা অপরাধে জড়িয়ে পড়েন বা অপরাধী চক্রের অংশ হিসেবে ধরা পড়েন।

তখন তাদের সাথে পুলিশের ছবি দেখিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন হলেও ক্ষতি হয়ে যায়।” এ কারণে তিনি অনিচ্ছাকৃতভাবে বিতর্কিত ব্যক্তিদের সাথে ছবি তোলা বন্ধ করতেই এই বিজ্ঞপ্তি দিয়েছেন।

তিনি জানান, সাধারণ সেবা প্রার্থীদের জন্য থানার দরজা সবসময় খোলা এবং তাঁদের কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। শুধুমাত্র ছবি তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যেন কোনো ব্যক্তি পুলিশ সদস্যের সদাচরণকে অপব্যবহার করতে না পারেন।

ওসি আব্দুল মান্নান আরও বলেন, “আমাদের দায়িত্ব সাধারণ মানুষের সেবা দেওয়া। তবে এর মধ্যে কেউ যেন আমাদের ছবি বা পরিচয়কে অপরাধমূলক বা অনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাও জরুরি। এ কারণে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।”

থানার এই পদক্ষেপকে অনেকে প্রয়োজনীয় বলে মনে করছেন। তাঁদের দাবি, বিতর্কিত বা অপরাধে জড়িতরা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ছবি তুলে নিজেদের প্রভাবশালী হিসেবে পরিচিত করার চেষ্টা করেন। এটি রোধ করা গেলে সঠিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, তার এই পদক্ষেপ সেবা প্রার্থীদের বিরক্ত করার জন্য নয়, বরং যাতে কোনোভাবেই প্রশাসনের ভাবমূর্তি নষ্ট না হয় এবং অপরাধীরা পুলিশ পরিচিতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার জন্যই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: