২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন সোনারগাঁওয়ের সন্তান ও এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা।
খেলাধুলাপ্রিয় উদ্যোক্তা হিসেবে পরিচিত সোহেল রানা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টেপ বল ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
স্পন্সর হওয়ার বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন,“এই পর্যন্ত পৌঁছানোর পেছনে আমার প্রিয় সোনারগাঁওবাসীর ভালোবাসা ও দোয়ার বড় ভূমিকা রয়েছে। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সোনারগাঁওয়ের নাম সারা বাংলাদেশে তুলে ধরাই তাঁর লক্ষ্য। এ জন্য সোনারগাঁওয়ের শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
স্থানীয় ক্রীড়ামোদী ও শুভানুধ্যায়ীদের মতে, বিপিএলের মতো বড় আসরে সোনারগাঁওয়ের একজন শিল্পপতির সম্পৃক্ততা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ের খেলাধুলা আরও গতিশীল হবে।

































