নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কর্মসূচি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা শায়খ আবু তাওয়ামা সংসদ নিজ কার্যালয়ে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ইউসুফ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সিলেটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহাদাত হোসেইন ফয়সাল, হাফেজ আল আমিন, মাওলানা আবু রায়হান, জনাব মোহাম্মদ মামুন, জনাব আবু তালেবসহ শায়খ আবু তাওয়ামা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত বিষয়: