বন্দরে মাদক ব্যবসা বাঁধা দেওয়ার জের ধরে প্রবাস ফেরত যুবক সাদ্দাম হোসেন (৩০)কে মারধর করার অভিযোগ উঠেছে মাদক কারবারি রমজান বাহিনী বিরুদ্ধে ।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাস ফেরত যুবক গত রোববার (২৮ ডিসেম্বর) বাদী হয়ে হয়ে মাদক সম্রাট রমজান ও ওসমান পরিবারের দোসর মনির সরদারের নাম উল্লেখ্যসহ আরো ৬/৭ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা বন্দর থানার ২৩ নং ওর্য়াডের একরামপুর জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, একরামপুর ইস্পাহানি জেলেপাড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাট হবি ও তার পরিবারের সদস্যরা গত ২০ বছর ধরে উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
বর্তমানে তার ৫ ছেলে শুক্কুর, রমজান, বাবু, রিপন, নয়ন তাদের উত্তরাধিকার সূত্রে এ ব্যবসা করে আসছে। কাঁচা বাজারের সাথে তাদের মাদকের বাজার বেশ রমরমা। প্রবাস ফেরত সাদ্দাম হোসেন গত ২ মাস যাবত এলাকায় এসে এরুপ দৃশ্যপট দেখে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে মাদক সম্রাটরা তাকে মারধর করে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় ভূক্তভোগী সাদ্দাম হোসেন থানায় অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত কোন সুফল পায়নি।
বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর থানার ওসি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাস ফেরত যুবক সাদ্দামসহ স্থানীয় এলাকার সচেতন মহল।


































