সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক সম্রাট নাহিদের অন্যতম সহযোগী বাবলাকে (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক পিপিএম।
এরআগে সোমবার রাত ২ টায় আদমজী সুমিলপাড়া পাম্প হাউজ বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলা সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার মেজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিক ৬নং ওয়ার্ড আদমজী নতুন বাজার এলাকার পক্ষি মজিবরের ছেলে নাহিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামিসহ সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চাঁদাবাজী, ছিনতাই, মারামারি, লুটতরাজের ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ডজন খানেক মামলা। নাহিদের প্রধান সহযোগী মাদকব্যবসায়ী বাবলা।
তার বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা। সম্প্রতি মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কোপানোর ঘটনায় প্রধান আসামি মাদকব্যবসায়ী বাবলা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, আসামি বাবলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থাকায় আসামি বাবলাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে।


































