হীরাঝিল আবাসিক এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং এলাকার বিভিন্ন চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে যুবসমাজকে সম্পৃক্ত করে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় হীরাঝিল আবাসিক এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সী যুবসমাজের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় এলাকার সার্বিক পরিস্থিতি, সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত যুবসমাজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, হীরাঝিল আবাসিক এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব। সাম্প্রতিক সময়ে এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, সামাজিক বিশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, যা সমাধানে যুবসমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। এজন্য নিয়মিত সভা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক প্রচার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা, যানজট, রাতের নিরাপত্তা, শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালনা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন হীরাঝিল একতা সংঘের অন্যতম সমন্বয়ক মনোয়ার হোসেন। তিনি বলেন, “হীরাঝিল আবাসিক এলাকা আমাদের জন্মস্থান ও বসবাসের জায়গা।এই এলাকার মাটির সাথে আমাদের নাড়ির সম্পর্ক।
আমাদের নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সুশৃংখল একটি এলাকা গড়ে তোলা শুধু একটি সংগঠন নয়, আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।এজন্য যুবসমাজকে এ বিষয়ে এগিয়ে এসে দায়িত্বশীল ভুমিকা পালনের অনুরোধ জানান।
যুবসমাজের সাথে সুন্দর একটি মতবিনিময় সভার আয়োজন করাতে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ রশীদ বলেন, “হীরাঝিল আবাসিক এলাকা আমাদের সবার। এই এলাকার শান্তি-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই সভার মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে আরও সংগঠিত করা এবং তাদের মাধ্যমে এলাকার চলমান সমস্যাগুলোর সমাধানে একটি কার্যকর রূপরেখা তৈরি করা।”
তিনি আরও বলেন, “যুবসমাজ যদি সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হয়, তাহলে কোনো সমস্যা দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। আজ সভায় যে মতামত, পরামর্শ ও প্রস্তাব এসেছে, সেগুলো বাস্তবায়নে সমাজ কল্যাণ সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে। প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও সমন্বয় করে আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সভাপতি ইউসুফ রশীদ উপস্থিত যুবসমাজকে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সভা ও কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং হীরাঝিল আবাসিক এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান টয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজ হোসেন মজু, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক আওলাদ হোসেন, সহ অর্থ সম্পাদক মুসলিম খান, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মাসুদ, সহ প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম শাওন, তানভীর বাবু প্রমুখ।


































