আড়াইহাজার উপজেলায় ডাকাতিকালে মিন্টু ভূঁইয়া নামে এক ব্যক্তি কুপিয়ে জখম করে ডাকাত দল। এ সময় ডাকাতরা নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
উপজেলার পাঁচগাঁও এলাকায় মিন্টু ভূঁইয়ার বাড়িতে বুধবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিন্টু ভূঁইয়া (৬০) ওই এলাকার মৃত কামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গাছ বেয়ে বাউন্ডারি ওয়ালের ভেতরে প্রবেশ করে। পরে তারা মূল গেটের তালা কেটে ভবনের দরজা ভেঙে ঘরে ঢোকে।
ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারির ওপর রাখা মানিব্যাগ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা এবং মিন্টু ভূঁইয়ার স্ত্রী শিরিন হোসেনের গলায় ও হাতে থাকা চেইন, ব্রেসলেট ও আংটিসহ প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
একপর্যায়ে মিন্টু ভূঁইয়া চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানায়, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


































